আম্বানীর অনুষ্ঠানে নাচলেন অন্তঃসত্ত্বা দীপিকাও!

মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র আনান্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের উদযাপন চলছে জামনগরে। ১ মার্চ শুরু হয়েছে এই রাজকীয় উৎসব। চলবে ৩ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত। আম্বানীদের বাড়ির অনুষ্ঠান মানেই উপস্থিত থাকে প্রায় গোটা বলিউড। এবারও তার ব্যতিক্রম হয়নি। মায়ানগরী থেকে অনেক তারকাদের মত বলিউডের অন্যতম তারকা জুটি দীপিকা পাডুকোন-রণবীর সিংও যোগ দিয়েছেন আম্বানীদের অনুষ্ঠানে। জমকালো এ অনুষ্ঠানে শুধু যে নিমন্ত্রণরক্ষা করলেন তাই নয়, অন্তঃসত্ত্বা দীপিকা রণবীরকে পাশে নিয়ে নাচলেনও!

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, সম্প্রতি মা হওয়ার জল্পনায় নিজেই সিলমোহর দিয়েছেন দীপিকা। ইনস্টাগ্রামে পোস্ট করে সন্তান আসার সম্ভাব্য সময়ও জানিয়েছিলেন। সে দিন রাতেই জামনগরে যান দীপিকা-রণবীর। সুখবর দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে আসেন দু’জন।

কিন্তু অন্তঃসত্ত্বা স্ত্রীকে সামলে রেখেছিলেন রণবীর। ভিড় কাছে ঘেঁষতে দেননি দীপিকার। সারা ক্ষণ স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন। কিন্তু এই শারীরিক অবস্থায় আম্বানীদের অনুষ্ঠানে দীপিকাকে নাচতে দেখে চিন্তিত অনুরাগীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *