ওসির গলায় গামছা পেঁচিয়ে বিতাড়িত করবেন মেয়র

ঝিনাইদহের শৈলকুপা থানার ওসির গলায় গামছা বেঁধে তাকে বিতাড়িত করতে চেয়েছেন স্থানীয় পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আযম। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে শৈলকুপার কবিরপুর এলাকায় ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারের সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র এ মন্তব্য করেন।

মেয়র বলেন, ‘এই দুর্নীতিবাজ ওসি সন্ত্রাস করছে।

আমরা চাই অতিদ্রুত দুর্নীতিবাজ প্রশাসন বিশেষ করে এই ওসি এখান থেকে চলে যাক। তা না হলে গলায় গামছা বেঁধে তাকে আমরা বিতাড়িত করবো।’
এ বিষয়ে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার কালের কণ্ঠকে বলেন, ‘মেয়র সাহেবের বক্তব্য সমর্থন করতে পারছিনা। হাজার হাজার নেতাকর্মীর সামনে সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে এভাবে হেনস্তা করা তার ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *