এ বার কোচিংয়ে নামতে চলেছে আর্জেন্টাইন তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া? জাতীয় দলকে বিদায় বলার পর এখন তিনি এ পথেই হাঁটছেন। এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত নিয়ে এমন আভাসই দিলেন তিনি।
ক্লাঙ্ক মিডিয়ায় প্রকাশিত সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন, কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি।
ডি মারিয়া মানছেন কোচিং করানো অনেক বেশি কঠিন হবে। কারণ, এটা অনেক বেশি নেবে। তার মতে, একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন। তবে কোচ হিসেবে সেই সুযোগ নেই।
আপাতত ফুটবল থেকে অবসরে গেলে পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চান ডি মারিয়া। তারপর তিনি কোচিংয়ে নামার সিদ্ধান্ত নিতে চান।
ইতালির দল জুভেন্তাস থেকে গত বছর বেনফিকায় যোগ দেন ডি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। আপাতত এই পর্যন্তই ভাবছেন ডি মারিয়া।
২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন ডি মারিয়া। কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতে গত জুলাইয়ে বিদায় নেন আন্তর্জাতিক ফুটবল থেকে।