বলিউডের জনপ্রিয় নায়িকাদের তালিকায় শীর্ষে ক্যাটরিনা কাইফ। তবে এ পর্যন্ত আসতে কম চড়াই-উতরাই পার হতে হয়নি তাঁকে। ক্যাটরিনার জন্ম এবং বেড়ে ওঠা বিদেশের মাটিতে। রুপালি পর্দায় ক্যারিয়ারের স্বপ্নই তাঁকে টেনে এনেছিল মুম্বাইয়ের বলিপাড়ায়। শুরুর দিকটাতে বড় পর্দায় তেমন সুবিধা করে উঠতে পারেননি নায়িকা। তবে একটা সময়ে কঠোর পরিশ্রমের সুফল পান অভিনেত্রী। ধরা দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা। খ্যাতির চূড়ায় পৌঁছে যান ক্যাট। প্রায় এক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি। সম্প্রতি ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে মনের জমে থাকা কথামালা ভক্তদের সামনে তুলে ধরেছেন ক্যাট।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সময়ের স্মৃতিচারণা করেন ক্যাটরিনা। জানান, রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের হিট সিনেমা ‘বাচনা অ্যায় হাসিনো’র অংশ ছিলেন তিনিও। তবে চূড়ান্ত চিত্রনাট্য থেকে বাদ পড়ে যান অভিনেত্রী
আলাপচারিতায় বিষয়টি খোলাসা করে ক্যাট বলেন, ‘সিনেমাটিতে আমি ছিলাম চতুর্থ মেয়ে। কিন্তু পরে চরিত্রটি কেটে বাদ দেওয়া হয়।’
ছবির পরিচালনায় ছিলেন সিদ্ধার্থ আনন্দ। ২০০৮ সালে মুক্তি পায় “বাচনা অ্যায় হাসিনো”। বক্স অফিসেও বেশ সফল সিনেমাটি থেকে ভালো ব্যবসাও হয়েছে।
‘বাচনা অ্যায় হাসিনো’র মূল চরিত্রে ছিলেন রণবীর কাপুর। তরুণ ‘প্লে-বয়’-এর রোলে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন রণবীর। নায়কের তিন বান্ধবী ছিলেন মিনিশা লাম্বা, বিপাশা বসু এবং দীপিকা পাড়ুকোন। জীবনের বিভিন্ন ধাপে এই তিন নারীর সঙ্গে প্রেম করতে দেখা যায় রণবীরকে।
তবে তিনজনের ভালোবাসাই যে সত্যি ছিল, পরে উপলব্ধি করতে পারেন নায়ক। সবার কাছে ক্ষমাও চেয়ে নেন রণবীর। ছবিটির চূড়ান্ত দৃশ্যে দীপিকার সঙ্গেই রণবীরের প্রেমের চূড়ান্ত রূপ দেখানো হয়। এই চলচ্চিত্রে রণবীরের চতুর্থ বান্ধবী হওয়ার কথা ছিল ক্যাটরিনার। যাঁকে মূল চিত্রনাট্য থেকে বাদ দেন পরিচালক
উল্লেখ্য, ‘বাচনা অ্যায় হাসিনো’র সিনেমার মতো বাস্তব জীবনেও একসময় ‘প্রেমিক পুরুষ’ রণবীর। এই সিনেমার সেটেই নাকি দীপিকার সঙ্গে ডেটিং শুরু করেছিলেন কাপুর খানদানের ছেলে। সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল ২০০৯-এ।
এরপর ‘আজব প্রেম কি গজব কাহানি’র সেটে ক্যাটরিনার প্রেমে মজেন রণবীর। একসঙ্গে ‘রাজনীতি’ আর ‘জগ্গা জাসুস’ ছবিতে অভিনয় করেছিলেন এই জুটি। তবে ২০১৬ সালে ভেঙে যায় সেই সম্পর্কও মিড ডে-কে দেওয়া সাক্ষাৎকারে আরও একটি ছবির কথা প্রকাশ্যে আনেন ক্যাটরিনা কাইফ। আনন্দ এল রায়ের ‘জিরো’ সিনেমাতে আনুশকা শর্মার রোলটাই নাকি পছন্দের ছিল ক্যাটের। কিন্তু পরে সুপারস্টার ববিতার চরিত্রে অভিনয় করেন ভিকি ঘরনী।