আগামীকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ১৯ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে সম্মেলন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বলেন, বিএনপির তৃণমূলের নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। এ জন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে। বিএনপির সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য শনিবার জেলায় নেতাকর্মীরা তাদের সুচিন্তিত মতামত দেবেন।
তিনি বলেন, শনিবার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।