জন্মদিন বরাবরই আমার কাছে স্পেশাল : পিয়া জান্নাতুল

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত নাম পিয়া জান্নাতুল। তিনি একাধারে মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী, সেই সাথে একজন আইনজীবীও বটে। বিচরণ করেছেন আন্তর্জাতিক শোবিজ অঙ্গনেও। আজ ১৪ অক্টোবর এই লাস্যময়ীর জন্মদিন। বিশেষ এই দিনটি নিয়ে অনুভূতি ব্যক্ত করলেন বাংলাদেশ প্রতিদিনের কাছে।

পিয়া জান্নাতুল বলেন, ‘জন্মদিন বরাবরই আমার কাছে স্পেশাল। তবে এবারের এই বিশেষ দিনটি একটু ভিন্নভাবেই কাটছে। কারণ আজই আমার ভাইয়ের অপারেশন। তাই সারাদিন হাসপাতালেই সময় দিতে হচ্ছে। এ কারণে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও কাছের মানুষদের সাথে নিয়েই দিনটি কাটাচ্ছি।’

এরই মধ্যে ভক্ত-অনুরাগী, কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সবার শুভেচ্ছায় ভাসছেন জানিয়ে পিয়া আরও বলেন, রবিবার রাত থেকেই সবার শুভেচ্ছা পাচ্ছি। বিশেষ করে রাতেই কাছের বন্ধুরা বাসায় এসে আমাকে রীতিমতো সারপ্রাইজ দিয়েছে। ইচ্ছে আছে আজ সন্ধ্যার পর ওদের নিয়ে কিছু সময় একসাথে কাটানোর।

বর্তমান ব্যস্ততা নিয়ে পিয়া জান্নাতুল বলেন, সম্প্রতি সময়ে একজন আইনজীবী হিসেবেই আমার সবচেয়ে বেশি ব্যস্ততা। এর বাইরে বিজ্ঞাপন, মডেলিং ও অভিনয়ে কিছুটা সময় দেওয়া হচ্ছে। সামনেই একটা বিজ্ঞাপনের কাজ রয়েছে। এছাড়া আরও দুইটি কাজের পরিকল্পনা হচ্ছে। বলতে গেলে সবকিছু মিলিয়েই ব্যস্ততায় সময় কাটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *