জীবনের শেষ সিনেমা সম্পর্কে যে ইঙ্গিত দিলেন শাহরুখ

২০২৩ সালে স্বরূপে প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ ব্যাক টু ব্যাক বক্সঅফিসে সাড়া ফেলে। তবে নতুন বছরে কী পরিকল্পনা শাহরুখের? এ বছরও কি বাজিমাত করবেন বক্স অফিসে? নাকি হিটের হ্যাটট্রিক করেই নেবেন অবসর তিনি! এখন এ আলোচনাই চলছে শাহরুখ ভক্তদের ।

সম্প্রতি দুবাইতে ওয়ার্ল্ড গভমেন্ট সামিটে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই তার চলচ্চিত্র ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে কথা বলেছেন। তার জীবনদর্শন নিয়ে কথা বলেছেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, গত বছরের তার হিট সিনেমা হ্যাটট্রিকের পর এবার কি পুরোপুরি অবসর নেবেন তিনি?

আরও পড়ুন

এমন প্রশ্ন ওঠার অবশ্য সঙ্গত কারণও রয়েছে। কেননা নতুন বছরে এখনো তার কোনো সিনেমার কথা শোনা যাচ্ছে না। দুবাইয়ের অনুষ্ঠানে শাহরুখ খান জানান, আরও ৩০ বছর হেসে খেলে অভিনয় করবেন তিনি।
শাহরুখ আরও জানিয়েছেন, জীবনের শেষ যে সিনেমাটি করবেন, সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ সিনেমা হবে। সেটি তার জীবনের শ্রেষ্ঠ সিনেমা হবে। এ সিনেমা নির্মাণের শুরুর আগে জন্য তিনি দর্শকদের কাছে অনুরোধ করবেন উর্দু ও আরবি ভাষা শেখার জন্য। তিনি চান তার শেষ সিনেমাটি যাতে বিশ্বজুড়ে দর্শকরা উপভোগ করতে পারেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *