টেকনাফে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকায় মেছো বাঘের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকার মোস্তাক আহমেদ এর স-মিল থেকে কয়েকজন শ্রমিক বাচ্চা গুলোকে উদ্ধার করে বনবিভাগকে খবর দেয়া হয়।

স-মিলের মালিক মোস্তাক জানান, আমার স-মিলে কাঠের ভেতরে বিড়ালের মত বাঘের বাচ্চা দেখতে পায়, এরপর তারা কয়েকজন মিলে এই দুটিকে ধরে বিভাগকে খবর দেন।

টেকনাফ উপকূলীয় বন বিভাগের বিট কর্মকর্তা আহসানুল কবির জানান, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের দুটি বাচ্চা উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয় এবং বাচ্চাগুলো এখনও ছোট তাই পাহাড়ে ছেড়ে দেওয়া যাবে না। এই বাঘের বাচ্চা গুলোকে মাছ, মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেলে চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হবে। অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারনে খাদ্য সংকটে পড়ে মেছো বাঘের বাচ্চাগুলো লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *