তৃতীয়বার অ্যামচেমের প্রেসিডেন্ট নির্বাচিত সৈয়দ এরশাদ

এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ম্যানেজোর এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এরশাদ আহমেদ তৃতীয়বারের মতো আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

এর আগে ২০০৭-০৯ এবং ২০১৯-২১ মেয়াদে অ্যামচেমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ এরশাদ আহমেদ। প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিয়েছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এ (এফআইসিসিআই)।

লজিস্টিক্স কোম্পানি এক্সপেডিটরস ইন্টারন্যাশনালের সাবসিডিয়ারি কোম্পানি এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেড। ওয়াশিংটনের সিয়াটলে এর প্রধান কার্যালয় অবস্থিত। ইউএস ফরচুন ৫০০ কোম্পানি র গঠিত সদস্য এক্সপেডিউরস ‘নাসডাক’ এও তালিকাভুক্ত।
বিশ্বের ১০৯টি দেশের ৩৩১টিরও বেশি লোকেশনে বিশ্বভূত-এর কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *