এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ম্যানেজোর এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এরশাদ আহমেদ তৃতীয়বারের মতো আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।
এর আগে ২০০৭-০৯ এবং ২০১৯-২১ মেয়াদে অ্যামচেমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ এরশাদ আহমেদ। প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিয়েছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এ (এফআইসিসিআই)।
লজিস্টিক্স কোম্পানি এক্সপেডিটরস ইন্টারন্যাশনালের সাবসিডিয়ারি কোম্পানি এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেড। ওয়াশিংটনের সিয়াটলে এর প্রধান কার্যালয় অবস্থিত। ইউএস ফরচুন ৫০০ কোম্পানি র গঠিত সদস্য এক্সপেডিউরস ‘নাসডাক’ এও তালিকাভুক্ত।
বিশ্বের ১০৯টি দেশের ৩৩১টিরও বেশি লোকেশনে বিশ্বভূত-এর কার্যক্রম।