পরের মৌসুমেই রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে

গত কয়েক মৌসুম ধরে দলবদলের নাটক চলছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। গুঞ্জন ওঠে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এই ফরাসি স্ট্রাইকার। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়। তবে এবার হয়তো সত্যিই হতে যাচ্ছে গুঞ্জনটি। ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে চলতি মৌসুম শেষেই রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে
ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ও। পিএসজি সূত্রের মাধ্যমে লা পারিসিয়ান জানিয়েছে, এমবাপ্পে রিয়ালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে এমবাপ্পের চুক্তি কবে হতে পারে, সেটি জানায়নি তারা।
সূত্রটি আরও বলছে, পরবর্তী মৌসুমেই রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে। বিষয়টি নিয়ে আশাবাদী রিয়াল মাদ্রিদও। ইতিমধ্যে রিয়াল-পিএসজি উভয়পক্ষ পরস্পর যোগাযোগ এবং দরকষাকষিও করছে।

এছাড়া দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ খুবই কঠোর চেষ্টা চালাচ্ছে। গোপনে এমবাপ্পের সঙ্গে চুক্তি সেরে ফেলার জোর কার্যক্রম অব্যাহত রেখেছে ক্লাবটি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *