জাতীয় নির্বাচনের একদিন আগে পাকিস্তানের বেলুচিস্তানে নির্বাচন অফিসের সামনে বিস্ফোরণ ঘটেছে। এতে ২৮ জন নিহত হয়েছে। এছাড়া আরো ৪০ জন আহত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) প্রদেশটির দুই জেলায় এই বিস্ফোরণ ঘটে।
জিও নিউজ জানিয়েছে, বেলুচিস্তানের দুই জেলায় নির্বাচনি অফিসের সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পেশিন জেলার খানুযায়িতে ১৫ জন এবং কালআ সাইফুল্লাহ জেলায় ১৩ জনসহ মোট ২৮ জন নিহত হয়েছে।
পেশিন জেলার স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সংবাদ পেলে পুলিশের বড় একটি ফোর্স সেখানে যায়। এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।
খানুযায়ি হাসপাতালের মেডিক্যাল অফিসার জানান, এই ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। এছাড়া ৩০ এর বেশি আহতকে হাসপাতালে আনা হয়েছে। তাদের অধিকাংশেরই অবস্থা গুরুতর।
এদিকে, কালআ সাইফুল্লাহ এলাকায় ১৩ জন নিহত হয়েছে। আরো ১২ জন আহত হয়েছে।