সচরাচর সাদা ফুলকপি বাজারে দেখতে পাওয়া যায়। কিন্তু যদি সেই ফুলকপি যদি হয় হলুদ রঙের তাহলে কেমন হবে।পাবনায় হটাৎ বাজারে দেখা মিলেছে হলুদ রং এর ফুলকপি । আপনি যদি হটাৎ বাজারে সাদা ফুলকপি কিনতে যাবার পর দেখেন সাদা ফুলকপিটি হলুদ রং এর তাহলে আপনি ও চমকে যাবেন দেখে । এবার সেই হলুদ ফুলকপি দেখা গেলো পাবনা শহরে। কৃষি বিভাগ জানায়, ভ্যালেন্টা বা ভ্যালেন্টিনা জাতে এই হলুদ ফুলকপি দেখতে যেমন মনোরম, খেতেও সুস্বাদু।
পাবনায় এই জাতের ফুলকপির আবাদ বাড়তে শুরু করেছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে।