পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৪০ ফিলিস্তিনি পুরুষ ও তরুণসহ বিশিষ্ট ফিলিস্তিনি আইনপ্রণেতা আজম সালহাবকে হেবরনে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। রামাল্লার কাছে এই অভিযান চালায় ইসরায়েল।
ফিলিস্তিনি মিডিয়া অনুসারে, ইসরায়েলে কয়েক মাস প্রশাসনিক আটক থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরেই ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য সালহাবকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার ইসরায়েলি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। সাক্ষাতকারে তিনি ইঙ্গিত দেন- গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে, এমন কোনো শর্তে তিনি চুক্তি করবেন না।
আরও পড়ুন: সেমিফাইনালে শুধু দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটাবে।
সূত্র : আলজাজিরা