ক্রিকেটের পরতে পরতে জড়িয়ে আছে রেকর্ড আর পরিসংখ্যান। চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও এমন বেশ কিছু রেকর্ডে ভারী হয়েছে পরিসংখ্যানের খাতা, আবার কিছু রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে। বাংলাদেশ প্রথম ম্যাচ ৬ উইকেটে জেতায় সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করার। তাতে পরিসংখ্যান ভারী হতো বাংলাদেশের পক্ষে।
শ্রীলঙ্কা সেই ম্যাচ ৩ উইকেটে জিতে সিরিজ বাঁচালেও সুযোগ শেষ হয়নি স্বাগতিকদের। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ সোমবার। সেখানে কেমন হবে পরিসংখ্যান, ৭-৭ নাকি ৮-৬?
একটু খোলাসা করা যাক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি বাংলাদেশের ৬৬ নম্বর তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ।
যেখানে আগের ৬৫টি সিরিজের মধ্যে বাংলাদেশ দল জয় পেয়েছে ২৩টি। এই সিরিজগুলোর মধ্যে প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ২১ বার। এর মধ্যে ১০ বার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচও জিতে প্রতিপক্ষকে ধবলধোলাই করে। বাকি ১৩ ম্যাচ শেষ করে ২-১ ব্যবধানে জিতে।
এবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের সুযোগ হারানো বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতার অপেক্ষায়। অর্থাত্ সিরিজটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এমন ম্যাচের পরিসংখ্যানে অবশ্য খানিক পিছিয়ে বাংলাদেশ। ১৩ বার মুখোমুখিতে সাতবারই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা, জয় পেয়েছে ছয়বার। এবার সুযোগ ৭-৭ করার।
তবে প্রতিপক্ষ যেখানে শ্রীলঙ্কা, সেখানে এমন সমীকরণে পিছিয়ে বাংলাদেশ, এর আগে অলিখিত ফাইনাল ম্যাচ লঙ্কানদের কাছে হেরেছিল। সে ক্ষেত্রে ব্যবধান বেড়ে ৮-৬ হবে কি না, সে প্রশ্ন উঁকি দিচ্ছে।