বিপিএলের উইকেট সমালোচনা করলেন সাকিব 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই রানের ফোয়ারা। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের এখন পর্যন্ত বেশির ভাগ ম্যাচ হয়েছে লো-স্কোরিং। আর তাই বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা করেছেন সাকিব আল হাসান।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। বিপিএলের উইকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিপিএল কঠিন এক প্রতিযোগিতা। এবারের বিপিএলের পিচগুলোও আইডিয়াল না। গতবারের পিচ এবং কন্ডিশন আমার কাছে মনে হয় দুইটাই ভালো ছিল, অনেক রান হচ্ছিল, যেটা এবার হচ্ছে না।’

এবারের আসরে এখন পর্যন্ত ব্যর্থ জাতীয় দলের দুই ব্যাটার লিটন দাস ও নাজমুল হাসান শান্ত। এই প্রসঙ্গে সাকিব আরও বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আলোচনা না করাই ভালো। সবাই যখন জাতীয় দলের হয়ে খেলবে (ভালো করবে), সবাই যার যার জায়গাতেই আছে। আমি মনে করি ভালো অবস্থাতেই আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *