মার্কিন দূতকে তলব করল ইরাক

বাগদাদে নিযুক্ত মার্কিন দূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। এর জেরেই আজ মার্কিন দূতকে তলব করল ইরাক। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র আমাদের ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরাক। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়া ও ইরাকে তারা ইরানি ৮৫ লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বলেছেন, ইরাকি শহর আকাশাত এবং আল-কাইয়ামে মার্কিনি বাহিনী হামলা চালিয়েছে। সেইসঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতেও হামলা চালিয়েছে।

গত সপ্তাহে জর্ডানে মার্কিন এক ঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন সেনা নিহত হয়। আহত হয়েছে অন্তত ৪০ জন। এরপরেই গত বৃহস্পতিবার সিরিয়া ও ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।

শেষমেশ গতকাল শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালালো যুক্তরাষ্ট্র। এই হামলার জেরে ইরাক মার্কিন দূতকে তলব করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *