দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা। এই সময়ে মায়ের পাশেই বেশি থেকেছেন এই চিত্রনায়ক। মায়ের চিকিৎসায় ছুটেছেন দেশ-বিদেশে। অনেক চেষ্টাতেও মাকে আর ধরে রাখতে পারলেন না। আজ ৫ মার্চ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর মা। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চিত্রনায়ক মামনুন ইমন।
জানা যায়, মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। অনেক দিন ভারতে চিকিৎসা চলার পর কিছুটা সুস্থবোধ করলেন দেশে ফেরেন। এর পর থেকেই তিনি ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি বেশ কদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না।
মামুনুন ইমন জানায়, হঠাৎ করেই আজ ভোরের দিকে বাপ্পীর মায়ের শরীর আরও খারাপ হয়। মায়ের জন্য দীর্ঘদিন ধরে বাপ্পী সবকিছু থেকে দূরে ছিলেন। ইমন বলেন, ‘বাপ্পী একদমই ভেঙে পড়েছেন। ওকে সান্ত্বনা দিলাম। সবার কাছে মায়ের জন্য প্রার্থনা কামনা করেছেন। আজই তাঁর মায়ের লাশ দাহ করা হবে।
এর আগে মা দিবসে বাপ্পী মাকে নিয়ে ফেসবুক লিখেছিলেন, ‘ছোটবেলায় আমি ঘুমাতাম মা পাহারা দিত, আর এখন মা ঘুমায়, আমি মায়ের দিকে অপলক চেয়ে থাকি। পৃথিবীতে সব থেকে বেশি যে মানুষটাকে ভালোবাসবেন, তাকে চাইলেও খুব সহজে বারবার “আমি তোমাকে ভালোবাসি” কথাটা বলতে পারবেন না। বলার প্রয়োজনও পড়ে না। এই যেমন মাকে অনেক দিন বলা হয়নি, তুমি কি জানো, তুমি আমার কলিজার টুকরা? একদমই জানো না। জানলে এত বকাঝকা করতা না সারাদিন।’ মাকে এমন স্ট্যাটাস ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়