দ্য অ্যানিমে অ্যাওয়ার্ডসে অংশ নিতে জাপানে গেছেন রাশমিকা। আজ ৩ মার্চ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জাপানের মানুষের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী রাশমিকা লিখেছেন, ‘জাপানে আসতে পারাটা আমার কাছে স্বপ্ন ছিল।
শৈশবে কখনো ভাবিনি, এটা সম্ভবপর হবে। অ্যানিমে-দুনিয়ার নির্মাতাদের পুরস্কারের আয়োজনে যোগ দিতে এসে আমার স্বপ্ন পূরণ হয়েছে। অনেকের সঙ্গে দেখা হয়েছে, অফুরান ভালোবাসা পাচ্ছি।
বারবার জাপানে যেতে চান জানিয়ে রাশমিকা লিখেছেন, ‘এখানকার খাবার ও আবহাওয়া দারুণ, জায়গাও ছিমছাম। মানুষও দারুণ, ধন্যবাদ জানান। আমি প্রতিবছরই জাপানে আসতে চাই।
টোকিওতে যাওয়ার আগে ইতালির মিলান ফ্যাশন উইকে অংশ নেন এই অভিনেত্রী সামনে রাশমিকাকে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় দেখা যাবে। এই বছর ১৫ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে ।