লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি মার্কেটের ৪টি দোকানের মালামাল পুড়ে গেছে। এর মধ্যে দুটি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্য দোকানগুলোতে তেমন কোনা ক্ষতি হয়নি। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের চকবাজার এলাকায় পৌর হকার্স মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভগবতির ভান্ডার নামে একটি দোকানের চালা দিয়ে ধোঁয়া উড়ছিল। পরে সেখানে আগুন ধরে অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে দুটি মুদি দোকান, একটি মিষ্টির দোকান ও একটি লাইব্রেরি ক্ষতিগ্রস্ত হয়।
তবে মুদি দোকানেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
ভগবতি ভান্ডারের স্বত্ত্বাধিকারী গোপী সাহা ও তাঁর ছেলে সজিব সাহা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তাঁরা দোকান বন্ধ করে বাড়িতে যান। প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে আসেন। দোকানের সামনে এসে দেখেন চালা দিয়ে কালো ধোঁয়া উড়ছে।
দোকানটি ওপরে মাচা ছিল। সেখানে থাকা সবগুলো মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো তাঁদের ক্ষতি হয়েছে। ফিরোজ ষ্টোরের প্রায় ১০ লাখ টাকার মতোই ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।