শাবনূর-পূর্ণিমা, নব্বই দশকের ঢাকাই ছবির দুই দাপুটে অভিনেত্রী। ২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় প্রবাসী হয়েছেন শাবনূর। ওই বছরের আগেই তিনি সেখানকার নাগরিকত্ব পান। তারপর কালেভদ্রে দেশে এলেও অভিনয়ে আর নিয়মিত হননি। এবার পূর্ণিমাও নাকি শাবনূরের পথেই হাঁটছেন। চলচ্চিত্র পাড়ার লোকজন এমন কথা জানিয়ে বলেন, পূর্ণিমা বর্তমানে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রেও নিয়মিত নন তিনি। চলচ্চিত্রের মানুষের কথায় শাবনূর আগেই সেখানে স্থায়ী হয়েছেন।
নায়িকা পূর্ণিমা ইতিমধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। তাহলে কী তিনিও চলচ্চিত্র ছেড়ে অস্ট্রেলিয়ায় থিতু হচ্ছেন। এ ব্যাপারে অবশ্য ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটিই এখনো বলছেন না জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এই নায়িকা শুধু বলেছেন, আমি তো নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই। কিন্তু সে ধরনের কাজ তো হাতে আসতে হবে। যেসব গল্প আসে, সেগুলোর অধিকাংশই আমার জন্য সামঞ্জস্যপূর্ণ না । চরিত্রের সঙ্গে আমাকে যাবে, সেটিও ভাবতে হবে- তেমন কাজ আসছে না। এলেও অনেক সময় পরিচালক পছন্দ হয় না। দেখা গেল, সিনেমা এসেছে, বাছবিচার না করেই দৌড়ে গিয়ে চুক্তি করে ফেললাম- ব্যাপার তা নয়। আসলে সিনেমার সংখ্যা বাড়িয়ে আমি দর্শকের গালি শুনতে রাজি নই। এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূর্ণিমা অভিনীত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ ছবিটি।