শ্রীলঙ্কা সিরিজে কি দলে জায়গা হবে মাহমুদুল্লাহর

নানান আলোচনা-সমালোচনায় পর ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের। সেখানে ৩৭ বছর বয়সেও চমক দেখিয়েছেন এই ‘সাইলেন্ট কিলার’। ভারত বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নিজের অভিজ্ঞতার জানান দিয়েছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরেও রান পাচ্ছেন ময়মনসিংহের এই ক্রিকেটার। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে বিবেচনায় রাখছেন অনেক বোর্ড পরিচালক। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কোর্টে বল ঠেলে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও অনিশ্চিত মাহমুদুল্লাহ। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে মাহমুদুল্লাহর জায়গা হবে কি না, তা একান্তই হাথুরুর ওপর নির্ভর করছে।

বিসিবির প্রধান নির্বাচকের মন্তব্য, আমরা পরবর্তী সিরিজের দল গঠনের জন্য কাজ শুরু করেছি। হেড কোচের পরিকল্পনা নিয়েই আগাচ্ছি।
অন্যদিকে আসন্ন লঙ্কান সিরিজে বিশ্রাম চান পেসার তাসকিন আহমেদ। তবে এই বিষয়ে নাকি কিছু জানেন না প্রধান নির্বাচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *