‘রেস্টুরেন্টের উন্নয়নকাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ’ এমন ব্যানার ঝুলিয়ে পাঁচটি রেস্তোরা বন্ধ রেখে পালিয়েছেন এগুলোর মালিকেরা। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দলবল নিয়ে অভিযান চালাতে গিয়েও এসব রেস্তোরাঁ পরিদর্শন করতে পারেননি।
রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনের পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করার কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে গতকাল সোমবার থেকে এমন অভিযান শুরু করেছে সংস্থাটি।
সিটি করপোরেশন অভিযান পরিচালনা করবে—খবর পেয়ে আজ সকাল থেকেই খিলগাঁওয়ের শহীদ বাকি সড়কের দুই পাশের শতাধিক রেস্তোরাঁ মালিকপক্ষ বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে সেখানকার বহুতল একটি ভবনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটির ম্যাজিস্ট্রেট। সাত তলা এই ভবনের প্রতিটি তলায় রেস্তোরাঁ ছিল। পরে ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় পুরো ভবনে সিলগালা করে দেওয়া হয়।
এরপর পাশের একটি বহুতল ভবনে যাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দেখতে পান ভবনটির নিচতলায় ‘রেস্টুরেন্টের উন্নয়নকাজের জন্য প্রতিষ্ঠান সাময়িক বন্ধ’ এমন একটি ব্যানার ঝুলিয়ে রাখা। মালিবাগ চৌধুরীপাড়ার ৫৮৯/সি ঠিকানার ভবনটিতে ‘কাচ্চি ভাই’, ‘সিরাজ চুইগোস্ত’সহ পাঁচটি রেস্তোরাঁ রয়েছে। ভবনের মূল ফটকে তালা লাগানো থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি আর পরিদর্শন করতে পারেননি।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের কাছে সাংবাদিকেরা জানান, রাতে এসব রেস্তোরাঁ খোলা রাখা হয়। জবাবে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হয় দিনের বেলায়। তাঁদের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরপরও অতিগুরুত্বপূর্ণ হলে তাঁরা অভিযান পরিচালনা করেন। যেমন গতকাল ধানমন্ডিতে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁরা অভিযান চালিয়েছেন
এদিকে ওই ভবনের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টা পর্যন্ত ভবনের সব রেস্তোরাঁ খোলা ছিল। অভিযানের খবর পেয়ে সকালে প্রতিষ্ঠান সাময়িক বন্ধের ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে