কঠিন সমীকরণ নিয়ে সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে ১৫৫ রানে আটকে দিয়েছে টাইগার যুবারা। শেষ চারে খেলতে ৩৮ ওভার ১ বলে টপকাতে হবে এই টার্গেট।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেনোনিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন দুই ওপেনার শামিল হুসেন ও শাহজাইব খান।
তবে এরপরেই পাকিস্তান ইনিংসে ধস নামান টাইগার পেসার বর্ষণ। মাত্র ৩০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪০ ওভার ৪ বলে ১৫৫ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে আরাফাত মিনহাজ করেন ৪০ বলে ৩৬ রান। বাংলাদেশের পক্ষে বর্ষণ ও পারভেজ জীবন নেন ৪টি উইকেট।