Mbappe: রিয়ালে সর্বোচ্চ বেতনের খেলোয়াড় হচ্ছেন না এমবাপ্পে, কত বছরের চুক্তি

আলোচনার মোড়টা হঠাৎই ঘুরে গেল। সেটা অবশ্য ঘুরিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে নিজেই। এত দিন সবাই জানতে চাচ্ছিল, শেষ পর্যন্ত এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাবেন তো, নাকি ২০২২ সালের মতো যাই যাই করে শেষ মুহূর্তে থেকে যাবেন পিএসজিতেই!

এমবাপ্পে পিএসজিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে মৌসুম শেষে তিনি প্যারিস ছাড়বেন ফ্রি এজেন্ট হিসেবে । প্যারিস ছেড়ে যে ফরাসি তারকার নতুন ঠিকানা সান্তিয়াগো বার্নাব্যু হচ্ছে, এটা কারও অজানা নেই। তাই এমবাপ্পের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর যে আলোচনা শুরু হয়, সেটা এ রকম—রিয়ালের সঙ্গে কত দিনের চুক্তি করবেন এমবাপ্পে আর সেখানে তাঁর বেতন কত হবে!
এমবাপ্পের সঙ্গে রিয়ালের চুক্তিটা কমপক্ষে ৫ থেকে ৬ বছরের যাচ্ছে। তবে বার্নাব্যুতে এমবাপ্পে যেমন বেতন আর সুযোগ-সুবিধা পাবেন বলে অনেকে ধরে নিয়েছিল, সেটা হচ্ছে না।

এর আগে ফ্রান্স ও স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে পাওয়া গিয়েছিল, রিয়ালে পিএসজির মতো অত বেতন পাবেন না এমবাপ্পে। তবে সেখানে তিনিই হবেন সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়। কিন্তু এল চিরিংগুইতো টিভির খবর বলছে অন্য কথা।

রিয়ালে এমবাপ্পের বেতন এই মুহূর্তে দলটির অন্যতম দুই সেরা খেলোয়াড় জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের বেশি হবে না। ৫ বা ৬ বছরের চুক্তির সাইনিং বোনাস ৫ কোটি ইউরোর নিচে হবে বলেই জানাই স্পেনের টেলিভিশন চ্যানেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *