জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস চার বছরের বিরতির পর কলকাতার মঞ্চে গাইবেন । জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে গাইবেন ।
ফের কলকাতা সফর প্রসঙ্গে জেমস গণমাধ্যমকে বলেন, ওপার বাংলার মানুষের সামনে বহুদিন পর হাজির হবো। আশা করছি, গানে গানে সবার মন ভরাতে পারবো।
কনসার্টটিতে নগরবাউল জেমস ছাড়াও পারফর্ম করবে কলকাতার সফলতম ব্যান্ড ‘ফসিলস’। ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবে কলকাতাবাসী।
কনসার্টের টিকিট প্ল্যাটফর্ম সূত্রে জানা গেল, ৩ মার্চ বিকেল ৫টায় শুরু হবে শো। চলবে প্রায় মধ্যরাত অব্দি। টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ রুপি।