রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বেইলি রোড ট্র্যাজেডির কারণে বিপিএলের দশম আসরের ফাইনাল শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মেগা ফাইনালের টসের পর সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক জানিয়ে অফিশিয়াল ফেসবুজ পেজ থেকে একটি পোস্ট করেছে বিসিবি। সেখানে তারা লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।’