ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে অনুমতি না নিয়েই আমেরিকা যাচ্ছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও জাতীয় ঐক্য দলের প্রধান বেনি গ্যান্টজ। এতে তার ওপর ক্ষেপেছেন ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ওয়াশিংটন সফরে যাবেন বেনি গ্যান্টজ, যা আগে থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সমন্বয় করা হয়নি। ফলে তার এই সফর নিয়ে ইসরায়েল সরকারে উত্তেজনা তৈরি হয়েছে।
নেতানিয়াহু ক্ষেপে গিয়ে বলেছেন, “ইসরায়েল রাষ্ট্রের শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী আছে।”
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই ওয়াশিংটন সফরে যাচ্ছেন বেনি গ্যান্টজ, যা সরকারি বিধিবহির্ভূত। ইসরায়েলের সংবিধান অনুযায়ী, প্রত্যেক মন্ত্রীকে ভ্রমণ পরিকল্পনা ও ভ্রমণের বিষয়াদি সম্পর্কে আগেই প্রধানমন্ত্রীকে জানানো ও অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
গ্যান্টজের এই সফর নিয়ে ইসরায়েল সরকারে অস্থিরতা দেখা দিয়েছে। কেননা, সফরটি এমন সময় হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন নেতানিয়াহু ও তার সরকারের প্রতি ক্রমবর্ধমানভাবে হতাশা ব্যক্ত করছে।
চলতি সপ্তাহের শুরুতে বাইডেন বলেছিলেন, ইসরায়েল যদি রক্ষণশীল সরকার বজায় রাখে, তাহলে আন্তর্জাতিক সমর্থন হারাবে।
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় আটক জিম্মিদের মুক্ত করতে একটি চুক্তিতে পৌঁছাতে বদ্ধপরিকর। সূত্র: ওয়াইনেট নিউজ, টাইমস অব ইসরায়েল