এবার বিনোদন সাংবাদিক তানজিন তিশা

সহশিল্পীরা যখন একের পর এক ওয়েব ফিল্ম, সিরিজে কাজ করছিলেন, তখন তানজিন তিশা শুধু নাটকে সময় দিয়েছেন।
এ ব্যাপারে বিভিন্ন সময় গণমাধ্যমকে বলে আসছিলেন যে ওটিটিতে ভালো পরিচালক ও ভালো গল্পের প্রস্তাবের অপেক্ষায় আছেন তিনি। কিছুদিন আগে তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘পয়জন’ শেষ করেছেন।

এটি পরিচালনা করেছে সঞ্জয় সমদ্দার। এবার ‘হাইড অ্যান্ড সিক’ নামে দ্বিতীয় ওয়েব ফিল্মের কাজও শুরু করতে যাচ্ছেন তিশা।
গতকাল রোববার ঢাকার লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির।

এটি পরিচালনা করছেন হিমি ওয়েব ফিল্মে কাজের ব্যাপারে তিশা বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি, ওটিটিতে কাজের জন্য আমি অপেক্ষা করছিলাম। ধীরে ধীর এই সেক্টরের বাজার বাড়ছে। আমাদের ওটিটি কনটেন্টের সুনাম দেশের বাইরেও ছড়িয়েছে। আমার সহশিল্পীদের অনেকে আগেই নাটকের কাজ কমিয়ে এখানে কাজ শুরু করেছেন।

আমিও ভালো কিছুর আশায় ছিলাম। এখন থেকেই নিয়মিত করছি।’ এই ওয়েব ফিল্মে বিনোদন সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন তিশা। এ ধরনের চরিত্রে প্রথম কাজ করা হবে তাঁর

তিশা বলেন, ‘এটি আমার জন্য নতুন একটি চরিত্র। চ্যালেঞ্জ থাকলেও কিছুটা সহজও হবে আমার জন্য। কারণ, আমি বিনোদন জগতেই কাজ করি। প্রায় প্রতিদিনই বিনোদন সংবাদকর্মীদের সঙ্গে যোগাযোগ হয়। সুতরাং তাঁদের কার্যক্রম খুব কাছে থেকেই দেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *