পাবনায় এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে র্যাব সদস্যরা সেলিম হোসেন (২৫) নামের এক-যুবককে গ্রেপ্তার করেছেন ।
গ্রেপ্তারকৃত সেলিম হোসেন পাবনার আতাইকুলা থানার তেলীগ্রাম ঢালীপাড়া গ্রামের রফিক হোসেনের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
মঙ্গলবার (৫ মার্চ) র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান স্বাক্ষরিবত এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আসামি সেলিম হোসেন জনৈক ব্যক্তির মেয়েকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পাবনার রানা ইকো পার্কের পিছনে তুষার রেস্ট হাউসসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
বিষয়টি মেয়ের বাবা জানতে পেরে আতাইকুলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামী ঢাকায় আত্মগোপনে ছিলো। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি দল সোমবার (৪ মার্চ) তাকে নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।