বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জানা যাচ্ছে, বলিউড সুপারস্টারের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।
শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টও করেন অভিনেতা। যেখানে তিনি লেখেন, ‘আপনাদের প্রতি সর্বদা কৃতজ্ঞ।’ কিন্তু অভিনেতার এই পোস্টের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। এখন পর্যন্ত বচ্চন পরিবারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
এর আগে, কড়া নিরাপত্তার মধ্যে সকালে বিগ বি’কে হাসপাতালে আনা হয়। তবে অভিনেতার শারীরিক অসুস্থতা নিয়ে গোপনীয়তা অবলম্বন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ সিনেমার শ্যুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভেঙে আহত হন অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস ছিলেন বেড রেস্টে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।