শাকিব খান এর তুফান :তীব্র তাপপ্রবাহের পর সারাদেশে যখন একটু শীতল হাওয়া বইছে ঠিক তখনই ভয়াবহ ঝড়ের ভবিষ্যদ্বাণী করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
একই বার্তা দিয়েছেন নির্মাতা রায়হান রাফিও। তারপর হঠাৎ করেই আবহাওয়াবিদ হয়ে গেলেন সাকিব ও রাফি! না, বার্তাটি আবহাওয়ার সাথে নয়; তাদের ছবি ‘তুফান’-এর সঙ্গে যুক্ত। মঙ্গলবার ছবিটির পোস্টার প্রকাশ করেছে তারা। যার জেরে ভয়ঙ্কর ঝড়ের ইঙ্গিত দিয়েছেন নায়ক-নির্মাতা।
ফেসবুকে ছবিটির পোস্টার প্রকাশ করে শাকিব খান লিখেছেন, বাংলার আকাশে আজ ভয়ঙ্কর ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
পোস্টারে দেখা যাচ্ছে আশির দশকের স্যুট-বুট পরা শাকিবকে। ঘন দাড়ি আর লম্বা চুল, হাতে সিগারেট। রকি ভাইয়ের মতোই ব্লেজার-প্যান্টের সঙ্গে কনট্রাস্টেড শার্ট।
ঈদুল আযহা কাঁপাতে আসছে শাকিব খান এর তুফান
প্রকাশিত পোস্টারে বাংলার রকি ভাইকে খুঁজে পেয়েছেন শাকিব ভক্তরা। হ্যাঁ, অনেকেরই মনে আছে দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ’-এর চরিত্রটি। যেখানে যশ স্টাইলিশ গ্যাংস্টার রকি ভাই হিসেবে খ্যাতি পেয়েছেন।
একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘বাংলা কেজিএফ রকি ভাই’। আরেকজনের মন্তব্য এরকম- ‘কেজিএফ স্টাইলটা দারুণ হবে। বাংলার কেজিএফ দেখার অপেক্ষায় ছিলাম।
এদিকে পোস্টারটি শেয়ার করে নির্মাতা রায়হান রাফি লিখেছেন, ‘বাংলার আকাশে ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা! জানালা-দরজা বন্ধ করে সবাইকে নিরাপদ দূরত্বে সতর্ক করছে ঝড় কর্তৃপক্ষ! আজ যে কোন সময় আসতে পারে ভয়ঙ্কর ঝড়!
উল্লেখ্য, গত মাস থেকে যৌথ প্রযোজনার সিনেমা ‘তুফান’-এর শুটিং চলছে। প্রথম পর্বের শুটিং হয়েছে ভারতে। সেই শুটিং মুহূর্তের কিছু ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: শাবনূরের পথে পূর্ণিমা
আলফা আই, চরকি ও ভারতীয় এসভিএফের যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।