মিঠাই-এর অভিনেতা অদ্রিত রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গাঁটছড়া বাঁধলেন টলিপাড়ার অভিনেতা অদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।
বিয়ের পিরিতে মিঠাই-এর অভিনেতা অদ্রিত রায়
বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অদ্রিত-কৌশাম্বীর গায়েহলুদ অনুষ্ঠানের ছবি। সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ করা হয়। হাওড়ায় এক ভোজসভায় তাদের বিয়ের অনুষ্ঠান হয়।
বিয়ের পোশাকে ভিনটেজের ছোঁয়া। তসরের পাঞ্জাবি পরা অদ্রিত, লাল বেনারসি পরা কৌশাম্বী। মাথায় লাল ওড়না। গলায় সোনার চেন। নাকে কিছু নেই। বাঙালি বধূর মুখে হাসি।
অদ্রিত বা কৌশাম্বী কেউই শুরু থেকেই তাদের সম্পর্কের বিষয়ে খুব একটা খোলামেলা ছিলেন না। চলতি বছরের ১ জানুয়ারি কৌশাম্বী প্রথম সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে একটি ছবি পোস্ট করেন। তোমাকে নতুন বছরের শুভেচ্ছা. তার পরেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় টলিপাড়ায়। ভক্তদের কেউ কেউ এই ছবিটিকে এই জুটির পক্ষে সম্পর্কের সিলমোহর হিসেবে নিয়েছেন। গত মাসে টলিপাড়ায় ছড়িয়ে পড়ে তাঁদের বিয়ের খবর।
আরও পড়ুন: ঈদুল আযহা কাঁপাতে আসছে শাকিব খান এর তুফান
সম্প্রতি ‘পাগল প্রেমী’ ছবির শুটিং শেষ করেছেন অদ্রিত। অন্যদিকে দর্শকরা এখন কৌশাম্বীকে ‘ফুলকি’ ধারাবাহিকে দেখছেন। বিয়ের জন্য কাজ থেকে কয়েকদিন ছুটি নিয়েছেন অদ্রিত-কৌশাম্বী। ১১ মে তাদের রিসেপশন পার্টি।