দ্বিতীয় বিশ্বযুদ্ধে নািসদের আগ্রাসন থেকে ইউরোপকে মুক্ত করতে উত্তর ফ্রান্সে মিত্রবাহিনীর প্রথম ঐতিহাসিক অভিযান ডি-ডে হিসেবে পরিচিত। দিবসটির ৮০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফ্রান্স সফর করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এ সময় দিবসটির স্মরণে ঐক্যের ডাক দেন তিনি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই অভিযানে নিহত মিত্রবাহিনীর সেনা এবং ফরাসি বেসামরিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
রাজা তৃতীয় চার্লস বলেন, ‘অত্যাচারের বিরোধিতার জন্য স্বাধীন দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন প্রার্থনা করি, যাতে আমাদের আর কখনো এমন ত্যাগ স্বীকার করতে না হয়।’ এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, প্রিন্স উইলিয়াম ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ডি-ডেতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।