আনহেল দি মারিয়ার গোলে আর্জেন্টিনার স্বস্তির জয়

আনহেল দি মারিয়ার একমাত্র গোলে প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রস্তুতি সারতেই এই ম্যাচ খেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

দি মারিয়ার গোলে আর্জেন্টিনার স্বস্তির জয়
দি মারিয়ার গোলে আর্জেন্টিনার স্বস্তির জয়

যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রথমার্ধের ৪০ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন দি মারিয়া। ক্রিস্তিয়ান রোমেরোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিং করেন অভিজ্ঞ এই ফুটবলার।

দ্বিতীয়ার্ধে অবশ্যই আর ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।
এই ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে দোলাচল থাকলেও ম্যাচের আগেই কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, কিছু সময়ের জন্য হলেও খেলবেন মেসি। ৫৬ মিনিটে দি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন কিংবদন্তি। কিন্তু গোল পাননি তিনি।

কোপা আমেরিকার পরই আর্জেন্টিনার জার্সি তুলে রাখতে যাচ্ছেন দি মারিয়া। দলকে জিতিয়ে তিনি বলেছেন,’এই জয় আমাদের প্রাপ্য ছিল। সবসময়ের মতো আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং একত্রে থাকছি সবাই। ইকুয়েডর এমন এক প্রতিপক্ষ যাদের বিপক্ষে কোপায় খেলেছি।

আরও পড়ুন: কোপা আমেরিকা থেকে বাদ পড়লেন নেইমার জুনিয়র, কিন্তু কেন?

জানতাম ম্যাচ কঠিন হবে। আজকের ম্যাচ ভালো হয়েছে এবং আমরা দেখিয়েছি আমরা পারি।’
শুক্রবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ গুয়েতেমালা। এরপর ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা যাত্রা শুরু করবে লিওনেল মেসিরা।

পাঁচদিন পর চিলি এবং ২৯ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *