আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ। ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। বুথফেরত জরিপে মাখোঁ সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে থাকায় দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন তিনি।
আগাম নির্বাচন প্রসঙ্গে ম্যাখোঁ বলেছেন, ‘এখন গুরুত্বপূর্ণ সময়।
আমি আপনাদের বার্তা ও আশঙ্কা জানতে পেরেছি বিনা জবাবে আমি তা এড়িয়ে যেতে পারি না….শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে ফ্রান্সের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।’
স্থানীয় সময় গতকাল রবিবার (৯জুন) ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ২১টি দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুথফেরত জরিপের ডানপন্থী দলগুলোই ভালো ফলাফর করেছে। মধ্যপন্থী, উদার ও গ্রিন পার্টিগুলো মিলে একটি ভারসাম্যপূর্ণ একটি ফলাফল পেতে যাচ্ছে।
এদিকে ডানপন্থী মেরিন লে পেনের প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে ৩২ শতাংশ ভোট। তবে ধাক্কা খেয়েছে ম্যাখোঁর দল রেঁনেসা। দলটি পেতে যাচ্ছে ১৫ শতাংশ ভোট যা ন্যাশনাল র্যালির চেয়ে অর্ধেকেরও কম। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটসও ভালো ফলাফল পায়নি।
আরও পড়ুন: আনহেল দি মারিয়ার গোলে আর্জেন্টিনার স্বস্তির জয়
অবশ্য ভালো ফল পেয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল।
তবে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে মাখোঁ ঝুঁকি নিয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র : রয়টার্স, আলজাজিরা