এবছরের নির্বাচনে পার্লামেন্টে নিজ আসনই হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এক জনমত জরিপের ফলে এমন পূর্বাভাসই পাওয়া যাচ্ছে।
আগামী ৪ জুলাই সুনাক যুক্তরাজ্যে আগাম নির্বাচন ডেকেছেন। তার আগেই সাভান্তা জনমত জরিপের ফল প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ পত্রিকা।
গত ৭ জুন থেকে ১৮ জুনের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়।
জরিপের ফল বলছে, নির্বাচনে সুনাকের কনজারভেটিভ পার্টি ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ সদস্যের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে মাত্র ৫৩ টি আসন পাওয়ার পথে রয়েছে। যেখানে বিরোধীদল লেবার পার্টি পেতে পারে ৫১৬ টি আসন।
আরো পড়ুন : টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড করলেন সৌম্য
নতুন আরও কয়েকটি জরিপের ফল বলছে, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে কনজারভেটিভরা সবচেয়ে শোচনীয় হারের মুখে রয়েছে। জেরেমি হান্টের মতো বিশিষ্ট নেতারাও এবার তাদের পার্লামেন্টারি আসন খোয়াতে পারেন।