২০২১ সালেই শুটিং শেষ হয়েছিল আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘নূর’-এর। রায়হান রাফী পরিচালিত ছবিটি গত বছর সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এবার জানা গেল শিগগির মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ ছবির বিরতিতে ‘নূর’-এর ট্রেলারও চালাচ্ছেন হল মালিকরা। ট্রেলার দেখে শুভ ভক্তরা দারুণ খুশি। তারাও অপেক্ষায় আছে ছবিটি হলে বসে দেখার জন্য।
নূর প্রসঙ্গে নির্মাতা রাফী বলেন, “এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ আমরা চূড়ান্ত করিনি। এখন ‘তুফান’ নিয়ে ব্যস্ত আছি।
তবে এটুকু বলতে পারি, খুব শিগগির ছবিটি দর্শক দেখতে পাবে।”