বরিশাল বিভাগীয় কমিশনার ‘সেবার মান বজায় রাখতে হবে’

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, সকলের কাজে সেবার মান বজায় রাখতে হবে। সব প্রতিষ্ঠানই কোন না কোনভাবে সেবা দিয়ে থাকে। নিজ নিজ অবস্থান থেকে সেবাপ্রার্থীর জন্য কাঙ্খিত সেবার গুণগত মান নিশ্চিত করতে হবে। সোমবার বিশ্ব মান পালন উপলক্ষ্যে সার্কিট হাউজ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, আমাদের নিজেদের প্রয়োজনেই খাদ্যের মান নির্ধারণ করতে হবে। ভেজাল খাদ্য খাওয়ার ফলে মরণঘাতক রোগ দেখা দেয়। মানসম্পন্ন পণ্য উৎপাদন করে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে হবে। আমাদের সন্তানকে কোন ধরণের ঝুঁকির মধ্যে রাখতে চাই না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসটিআই’র সহকারী পরিচালক (মেট্রোলজি ও অফিস প্রধান) মো. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ।

সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, অধিক মুনাফা লাভের আশায় খাদ্যে ভেজাল দেওয়া অনৈতিক। এতে নীতি নৈতিকতার অবক্ষয় ঘটে। নীতি-নৈতিকতা বজায় রেখে ব্যবসা করতে হবে। তবেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। ভেজাল খাবার খেয়ে রোগাক্রান্ত হলে সেটা টেকসই উন্নয়ন নয়। আমাদের ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। ব্যক্তি হিসেবে নিজেদের মান রক্ষা করে চলতে হবে। দেশ ও রাষ্ট্রের জন্য কাজ করতে হবে, তবেই মান নির্ধারণ সঠিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *