রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ শেষে প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় পর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় কমলাপুর থেকে জামলাপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা ছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিন বোর্ডে দেখা যায়, একতা এক্সপ্রেস সোয়া ১০টায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস সাড়ে ১০টায়, জয়ন্তিকা এক্সপ্রেস সোয়া ১১টায়, অগ্নিবীণা এক্সপ্রেস সাড়ে ১১টায়, মোহনগঞ্জ এক্সপ্রেস সোয়া ১টায়, বনলতা এক্সপ্রেস ১টা ৩০ মিনিটে, চট্টলা এক্সপ্রেস পৌনে ২টায়, সিল্ক সিটি ২টা ৪০ মিনিটে, কালনী এক্সপ্রেস ২ টা ৫৫ মিনিটে, উপকূল এক্সপ্রেস ৩টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এর কোনোটি ছেড়ে যায়নি। এর মধ্যে বেশিরভাগ ট্রেনই প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি।
বিলম্বে ট্রেন ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা। এ নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, অবরোধ তুলে নেওয়ায় ট্রেন চলাচল শুরু হয়েছে। অলরেডি জামালপুর এক্সপ্রেস ছেড়ে গেছে। যেসব ট্রেন সকাল থেকে অপেক্ষারত আছে, সেগুলোও ছেড়ে যাবে। রাতের মধ্যেই শিডিউল ঠিক হয়ে যাবে।