আমাদের সম্পর্কে

সবুজের বাংলা বাংলাদেশ থেকে প্রকাশিত একটি সংবাদপত্র। ২০২৩ সালের ৩০ ডিসেম্বর এটি প্রথম প্রকাশিত হয়। সবুজের বাংলার চলোগান সকল খবর নিয়ে সব সময় মানুষের পাশে।

প্রতিষ্ঠাতা: মিলন মাহমুদ ,ইমরান হোসেন , সজিব।

পরিচালনায়: সবুজের বাংলা।

সবুজের বাংলা সাপ্তাহিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে। আধুনিক রাজনৈতিক চিন্তা-ধারার সবুজের বাংলা পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। উদার গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন এবং অসাম্প্রদায়িক চেতনার বলিষ্ট কণ্ঠস্বর হিসেবে সবুজের বাংলা প্রকাশনা সমুন্নত রেখে চলেছে। গুণি লেখকরা আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে লিখে থাকেন যা পাঠকদের জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সবুজের বাংলা প্রকাশের শুরু থেকেই শ্রেণি, বয়স, লিঙ্গ, সম্প্রদায় ও মতবিশ্বাস-নির্বিশেষে সবার তথ্য ও মতামতের চাহিদার প্রতি সজাগ থেকেছে। এর সম্পাদকীয় নীতির কেন্দ্রে রয়েছে উদার গণতন্ত্র, অসম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল আস্থা ও দায়বদ্ধতা। নারী, শিশু, ধর্মীয় সম্প্রদায় বা ক্ষুদ্র জাতিসত্তার আত্মমর্যাদা ও অধিকারে সবুজের বাংলা বিশ্বাসী ।

সবুজের বাংলা যোগাযোগ:
ইমেইল: sobujerbanglamail@gmail.com
ফোন: ০১৭০১২৭৯৩১০