শোয়েব-সানিয়ার কি ডিভোর্স হয়েছে, যা বলছে পরিবার

ফরচুন বরিশালের হয়ে বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামার আগেই বোমাটা ফাটিয়েছেন শোয়েব মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দিয়েছেন নিজের তৃতীয় বিয়ের। পাকিস্তানি অলরাউন্ডারের নতুন স্ত্রী পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাবেদ।

এর আগে শোয়েব ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন ২০১০ সালে। সেই সময় ভারতের হায়দরাবাদ থেকে আয়েশা সিদ্দিকী নামের এক নারী দাবি করেন, ২০০২ সাল থেকেই তিনি শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

শোয়েব-সানিয়ার কি ডিভোর্স হয়েছে, যা বলছে পরিবার
তৃতীয় বিয়ের ঘোষণার দিন ঢাকায় বিপিএলে খেলেছেন শোয়েব মালিক

আয়েশার ঘটনা পুরোনো। শোয়েব মালিক তৃতীয়বারের মতো বিয়ে করার ঘোষণা দেওয়ার পর একটি প্রশ্ন সামনে চলে এসেছে—সানিয়া মির্জার সঙ্গে কি তাঁর ডিভোর্স হয়েছে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো সানিয়া মির্জার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম প্রথমে সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে খবর দিয়েছিল যে সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, শোয়েবকে আগেই সানিয়া ডিভোর্স দিয়েছেন। পরে অবশ্য খবরটি আংশিক পরিবর্তন করে তারা লিখেছে, এটা সানিয়ার পরিবারের একটি সূত্র জানিয়েছে।
সানিয়ার বাবা বা তাঁর পরিবারের কোনো সূত্রই জানাক, আসলে কী বলা হয়েছে ডিভোর্স নিয়ে? ভারতের সংবাদমাধ্যমগুলো সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ওই সূত্রকে উদ্ধৃত করেছে এভাবে, ‘এটা “খুলা” ছিল।’ খুলা হচ্ছে একতরফাভাবে একজন মুসলিম নারীর ডিভোর্স দেওয়ার অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *