রবিবার এফবিসিসিআইর গুলশান কার্যালয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডির সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এফবিসিসিআই সভাপতি এই আহ্বান জানান।
এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। এছাড়া বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস, ই-প্ল্যাটফরমসহ আকর্ষণীয় প্রণোদনা চলমান রয়েছে। শ্রীলঙ্কার ব্যবসায়ীরা তাদের নিজস্ব বা যৌথ উদ্যোগে এখানে শিল্পকারখানা প্রতিষ্ঠা করে লাভবান হতে পারবে।
মাহবুবুল আলম আরও বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, ইকোট্যুরিজম, আতিথিয়তা ইত্যাদি বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় খাত। শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে এফবিসিসিআইর পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। বৈঠকে শ্রীলঙ্কার হাইকমিশনার জানান, শ্রীলঙ্কার অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছেন যারা বাংলাদেশে ব্যবসা করার জন্য আগ্রহী। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক পায় শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সময় এসেছে। এ সময় শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়াতে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এফবিসিসিআইর নেতৃবৃন্দ। বৈঠকে শ্রীলঙ্কান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর শ্রীমলী জয়রথনা, এফবিসিসিআই সহসভাপতি শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), উপদেষ্টা মনজুর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন