পাবনার সাঁথিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় আব্দুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পাটগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত আব্দুর রহমান (৭০) পাটগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাগডেমড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার সকালে পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিলেন রহমান। পাটগাড়ি এলাকার বেড়া-সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে রাস্তা পারাপারের সময় বেড়া থেকে সিরাজগঞ্জগামী একটি কাভার্ডভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসআই শহিদুল ইসলাম বলেন, চালক পালিয়ে গেছে তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।