বুধবার ইমরান খান ও তার স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই গ্রেফতার হন বুশরা। পরে তাকে ইমরানের বাসভবন বানি গালায় স্থানান্তরিত করা হয়।
খবর অনুসারে, পাকিস্তানের সাবেক এই ফার্স্ট লেডি বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে জবাবদিহি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে সেখানে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) দল তাকে হেফাজতে নেয়। এরপর ইসলামাবাদের প্রধান কমিশনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমরানের বাসভবন বানি গালাকে বুশরা বিবির সাব-জেল হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেন।
ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটোরির প্রধান কমিশনার দোষী সাব্যস্ত হওয়া বুশরা বিবির বাসভবন (আবাসিক কম্পাউন্ড, খান হাউস বানিগালা, মোহরা নূর, ইসলামাবাদ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাব-জেল হিসাবে ঘোষণা করছেন।
বুধবার পাকিস্তানের দুর্নীতিবিরোধী একটি বিশেষ আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের আগের দিন মঙ্গলবার পৃথক মামলায় ইমরানকে ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর গত আগস্টে আরেক মামলায় তিন বছর সাজা হয় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরানের।