বিশ্ব ইজতেমায় আরো চার জনসহ মোট ১৯ জনের মৃত্যু

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আরো ৪ জন মারা গেছেন। এ নিয়ে এবারের ইজতেমায় মোট ১৯ জনের মৃত্যু হল।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা আয়োজক কমিটির সংবাদমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শনিবার রাত পর্যন্ত আরো ৪ জন মৃত্যু হয়েছে। এরা সবাই ইজতেমায় আসা তাবলীগের সাথী।
মৃত ব্যক্তিরা হলেন, রাজবাড়ির পাংশা থানার মো. সানোয়ার, চট্টগ্রামের আনোয়ারা থানার মো. আলম, নরসিংদীর মো. শাহনেওয়াজ ভুঁইয়া ও সিরাজগঞ্জের আল মাহমুদ।

সংবাদমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ বলেন, এবারের ইজতেমার ময়দানে হাজির হওয়া তাবলীগের অনুসারীদের মধ্যে মোট ১৩ জন মারা গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগ ও হৃদরোগে অসুস্থ হয়ে তারা মারা যান।
এ ছাড়া মাঠের বাইরে ইজতেমার কাজে সংশ্লিষ্ট ও ইজতেমায় আসার পথে পুলিশ কর্মকর্তাসহ ৬ জন প্রাণ হারিয়েছেন।

তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে পৃথকভাবে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন দেশের ‘শুরায়ে নিজাম’ পক্ষ। যারা সাধারণভাবে জুবায়েরের অনুসারী বলে পরিচিত। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ পর্বের ইজতেমা।
দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯-১১ ফেব্রুয়ারি। এ পর্বের নেতৃত্ব দিবেন ভারতের সা’দ কান্ধলভীর অনুসারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *