মালয়েশিয়ার আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার পর গ্রেফতার হয় ৪১ রোহিঙ্গা। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ পেরাকের একটি আশ্রয়কেন্দ্র থেকে পালিয়েছিল তারা। মালয়েশিয়ার পুলিশের প্রধান মোহাম্মদ ইউশরি হাসান বাসরি এই নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার পেরাকের বিদোর শহরের একটি আশ্রয়কেন্দ্রে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় পরিস্থিতির সুযোগ নিয়ে ১১৫ রোহিঙ্গা এবং ১৫ অন্যান্য নৃগোষ্ঠীর মানুষ সেখান থেকে পালিয়ে যায়। এই পলাতকদের সবাই পুরুষ। বাসরি জানান, বিদোরের একটি পাম বাগানে আত্মগোপন করেছিল গ্রেফতার এই রোহিঙ্গারা। তাদের সবাইকে ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অন্যান্য পলাতকরা বিদোর এবং তাপাহ রোডের (পার্শ্ববর্তী শহর) পাম বাগান এবং জঙ্গলে আত্মগোপন করে আছে। পেরাক পুলিশ প্রদেশজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে। আশা করছি শিগগিরই তাদেরও ধরতে পারব।”
পলাতক রোহিঙ্গাদের মধ্যে ইতোমধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলেও জানিয়েছেন বাসরি।