বুমরা সিরাজ এগোলেন টেস্ট র‍্যাঙ্কিংয়ে

ভারত ও দক্ষিণ আফ্রিকার পেসাররা নিউল্যান্ডসের উইকেটে পুরো ফায়দা লুটেছিলেন । ব্যাটসম্যানদের জীবন অতিষ্ঠ করে ক্রিকেট ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট উপহার দিয়েছেন তাঁরা। আজ প্রকাশিত সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে সেটির। কেপটাউন টেস্টের পারফরম্যান্স দিয়ে র‍্যাঙ্কিংয়ে বলার মতো এগিয়েছেন যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও লুঙ্গি এনগিডি।

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া ভারতীয় পেসার যশপ্রীত বুমরা সতীর্থ রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেলে উঠে এসেছেন চারে। এক ধাপ এগিয়েছেন বুমরা। ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেওয়া আরেক ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ উঠে এসেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে। ১৩ ধাপ এগিয়ে সিরাজ উঠে এসেছেন ১৭ নম্বরে।

দক্ষিণ আফ্রিকার এনগিডি ৯ ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে। তবে ওই ম্যাচে ৪ উইকেট নিলেও পিছিয়েছেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার কাগিসো রাবাদা। তাঁকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক সিডনি টেস্টে ৬ উইকেট নেওয়ার পুরস্কার পেয়েছেন। সিডনিতে ৫ উইকেট নেওয়া কামিন্সের সতীর্থ জশ হ্যাজলউড চার ধাপ এগিয়ে উঠে এসেছেন সাতে।

হ্যাজলউডের কারণে অবশ্য শীর্ষ ১০ থেকে ছিটকে গেছেন তাঁর সতীর্থ নাথান লায়ন। এক ধাপ পিছিয়ে ১১-তে নেমেছেন এই অফ স্পিনার। সিডনিতে দুই ইনিংসেই ৫০ ছাড়ানো অস্ট্রেলীয় ব্যাটসম্যান মারনাস লাবুশেন তিন ধাপ এগিয়ে উঠেছেন চারে। ব্যাটিংয়ে ১০ ধাপ এগিয়ে ১৭-তে উঠেছেন পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। নিউল্যান্ডসের মাইনফিল্ডে অসাধারণ এক সেঞ্চুরি পাওয়া দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এইডেন মার্করাম ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২০তম স্থানে।

এগিয়েছেন ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মাও। কোহলি তিন ধাপ এগিয়ে উঠেছেন ছয়ে, চার ধাপ এগিয়ে রোহিত উঠেছেন ১০-এ। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার—তিন বিভাগেই শীর্ষে কোনো পরিবর্তন নেই। নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ধরে রেখেছেন নিজেদের জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *