IPL শুরু হতে আর বাকি তিন সপ্তাহ । কতটা ফিট সূর্যকুমার যাদব? ফিটনেস নিয়ে এবার নিজেই আপডেট দিলেন টি-২০ ক্রিকেটের একনম্বর ব্যাটার। বর্তমানে ভারতের বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন সূর্য।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিকভারি জার্নির একটি ভিডিও পোস্ট করেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার। সেই বিবর্তনের ভিডিওতে প্রথমে সূর্যকে একটি হুইলচেয়ারে দেখা যায়। ক্রাচ হাতেও দেখা যায় তাকে। এরপর রয়েছে ওয়ার্ক আউটের ছবি। ভিডিওর ক্যাপশনে লেখেন, “সঠিক দিশাতেই রিকভারি এগোচ্ছে।”
গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে গোড়ালিতে চোট পান সূর্য। অস্ত্রোপচার হয় তার। বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাব শুরু করেন। এরপর জার্মানির মিউনিখে হার্নিয়ার অস্ত্রোপচার হয়। মাঠে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা দিচ্ছেন সূর্য।
মুম্বাই ইন্ডিয়ান্স দলের গুরুত্বপূর্ণ অঙ্গ তিনি। গত আসরে আইপিএলে ১৬ ম্যাচে ৬০৫ রান করেন। এরমধ্যে ছিল একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরার হন। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সূর্যের নেতৃত্বে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জেতে ভারত।