প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে তারকাবহুল সিনেমা ‘সোনার চর’। গতকাল সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক জাহিদ হাসান। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান।
সেন্সর ছাড়পত্রের খবর দিয়ে ফেসবুকে জায়েদ খান লিখেছেন, “বছরের শুরুতে আমার অভিনীত চলচ্চিত্র ‘সোনার চর’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।
শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সবাইকে সিনেমা হলে এসে চলচ্চিত্রটি দেখার জন্য আমন্ত্রণ রইল।”
‘সোনার চর’ প্রসঙ্গে জায়েদ খান বলেন,। আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি।
চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি।
এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।”
তিনি আরো বলেন, ‘শুধু আমি নই, সিনেমার প্রতিটি চরিত্রই ইউনিক। সবাই অনেক পরিশ্রম করেছেন।’
সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, তাঁর স্বামীর চরিত্রে ওমর সানী, তিনি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন।
জায়েদ খান মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।
এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।