সদ্যই ‘টুয়েলভথ ফেইল’-এর দুর্দান্ত সাফল্যের পর অভিনেতা বিক্রান্ত ম্যাসি এখন বলিউডে বাজির ঘোড়া। বলিউডের শীর্ষ নির্মাতাদের নজর কেড়েছেন অভিনেতা। একের পর এক কাজের প্রস্তাব এসে জড়ো হচ্ছে তাঁর হাতে। রাজকুমার হিরানির সঙ্গেও ওটিটি তে কাজ করতে চলেছেন বিক্রান্ত।
এরই মধ্যে এলো নতুন ঘোষণা। শোনা যাচ্ছে, একতা কাপুরের ‘দ্য সবরমতী রিপোর্ট’ চলচ্চিত্রেও দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে। ২০০২ সালে গুজরাটে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা ও গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রেক্ষাপট করে তৈরি হবে এই চলচ্চিত্র।
কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন বিক্রান্ত ম্যাসি। একতা কাপুর যে সিনেমাটির ঘোষণা করেছেন সেটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। আর সিনেমার নাম দ্য সবরমতী রিপোর্ট। এতে বিক্রান্ত ম্যাসি ছাড়াও থাকছেন রাশি খান্না, রিদ্ধি ডোগরা।
পরিচালনা করছেন রঞ্জন চন্দেল। ২০২৪-এর ৩ মে-এ মুক্তি পাবে সিনেমাটি।”
২০০২ সাালের ২৭ ফেব্রুয়ারি যাত্রা করেছিল সবরমতি এক্সপ্রেস। সেদিন সকালে গোধরা থেকে ছেড়ে যাওয়া সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় কিছু উন্মত্ত লোকজন। ট্রেনের ভিতরে ছিলেন অযোধ্যা থেকে ফিরে আসা ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী এবং করসেবক।
তাঁরা পুড়ে মারা যান। এই ঘটনা ঘিরে বহু বিতর্ক রয়েছে। এই ঘটনার পরেই গুজরাটে তীব্র অশান্তির সৃষ্টি হয়। সেই বিষয়বস্তকে প্রেক্ষাপট করেই তৈরি হবে একতা কাপুর প্রযোজিত ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’।
এদিকে বালাজি ফিল্মসের কর্ণধার একতা কাপুর নিজেও ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। সিনেমাপ্রেমীরা এই চলচ্চিত্রের ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত। বিক্রান্ত ম্যাসির আরেকটি ব্লকবাস্টার আসতে চলেছে বলেই মন্তব্য করছেন অনেকে।